Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চেয়ারম্যান

চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ

2024-09-12-06-39-564eb1ace167fda38241c388b18c3819

   

জনাব এ. এস. এম. আব্দুল হালিম

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হতে ০৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখের ৫৩.০০.০০০০.৩১১.১১.০২০.২০.৯৯ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে সাবেক মন্ত্রীপরিষদ সচিব জনাব এ. এস. এম. আব্দুল হালিম-কে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে যোগদানের তারিখ থেকে ০৩(তিন) বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়। জনাব এ. এস. এম. আব্দুল হালিম বিগত ০৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ইতোপূর্বে ১৯৯৯-২০০০ সময়ে তিনি বিএইচবিএফসির অন্যতম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

 

আব্দুল হালিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং ইংল্যান্ডের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে উচ্চতর ডিগ্রি নেন।

 

সাবেক এ ইপিসিএস কর্মকর্তা মহকুমা ও জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার হিসেবে মাঠপর্যায়ে দক্ষ প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি পাট ও বস্ত্র, কৃষি এবং সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের পর মন্ত্রিপরিষদ সচিব হিসেবেও অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি সাবেক দুর্নীতি দমন ব্যুরোতে দায়িত্ব পালন এবং বিভিন্ন সংস্থা ও কর্পোরেশনের পরিচালক ও চেয়ারম্যান হিসেবেও রেখেছেন কৃতিত্ব ও যোগ্যতার স্বাক্ষর। বর্ণাঢ্য চাকুরি জীবনে জনাব আব্দুল হালিম জেনেভা কনভেনশনে যোগদানসহ বিভিন্ন শিক্ষা ও সরকারি সফরে নেতৃত্ব প্রদানে এশিয়া এবং ইউরোপের অধিকাংশ দেশ এবং আমেরিকা ভ্রমন করেন। 

 

জনাব এ এস এম আব্দুল হালিম ১৯৪৮ সালের ১ জানুয়ারি জামালপুর জেলার ইসলামপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।